ঢাকারোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

আরটিভি নিউজ

বুধবার, ২১ অক্টোবর ২০২০ , ০৪:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত।

অবশেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (২১ অক্টোবর) কর্তৃপক্ষের আশ্বাসে ক্যাম্পাসের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা এ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এর আগে টিউশন ফি কমানোসহ কয়েকদফা দাবিতে টানা তিনদিন আন্দোলন চালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত তিনদিন ধরে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ২০ শতাংশ ছাড়, অ্যাকটিভিটিস ফি বাতিলের দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন চালিয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিউশন ফি ও অ্যাকটিভিটিস ফির ওপর ২০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। যেহেতু আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আংশিক দাবি মেনে নিয়েছে। আগামী ২২ অক্টোবর নতুন সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে, তাই আমাদের স্যারদের ওপর শতভাগ আস্থা রেখে আমরা আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন: 
পরীক্ষা না হলেও সমাপনী সনদ পাচ্ছে শিক্ষার্থীরা
অটোপাস নয়, মূল্যায়নের মাধ্যমে উত্তীর্ণ হচ্ছে শিক্ষার্থীরা: শিক্ষা উপমন্ত্রী
মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে কীভাবে, জানালেন মন্ত্রী (ভিডিও)

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |